Sharing is caring!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত সংবাদ ও তথ্য সেবাদানকারি একমাত্র বিশ্বস্ত অনলাইন পেজটির নাম “CuNews-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ” বিগত প্রায় কয়েক বছর ধরে অনলাইন পেজটি ক্যাম্পাসের যেকোন সাম্প্রতিক ঘটনা, ভর্তি বিষয়ক তথ্য, উচ্চতর শিক্ষা, ছাত্র রাজনীতি, বিসিএস এক্সাম টিপস সহ নানান ধরনের ইস্যুকে উপস্থাপন করে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে করে যাচ্ছেন সময়োপযোগী। আর এইসকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সবার মাঝে পৌছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রায় অর্ধ-শতাধিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষার্থী।
এরই ধারাবাহিকতায় আমরা উপলব্ধি করেছি আরো বড় পরিসরে আপনাদের মাঝে উপস্থিত হতে। এই উপলব্ধির ভেতর থেকেই আত্ন-প্রকাশ হলো CuLive24.com নামক ক্যাম্পাসভিত্তিক নিউজ পোর্টালের।

কিভাবে আপনার ফোন থেকে সিইউলাইভ২৪.কম এ নিউজ/পোস্ট পাবলিশ করবেন?

( How to publish wordpress post from a phone – culive24 )

 

কিভাবে আপনার ফোন কম্পিউটার থেকে সিইউলাইভ২৪.কম (ওয়ার্ডপ্রেস সাইট) নিউজ/পোস্ট পাবলিশ করবেন?

( How to publish wordpress post from computer – culive24 )

CuLive24.com চবি ক্যাম্পাসের সাথে সাথে সমগ্র চট্টগ্রামকে তুলে ধরছে প্রতি মুহুর্তে সবার আগে।অতিথি লেখক হিসেবে নিয়মিত লিখছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগন। ক্যারিয়ার নিয়ে থাকছে বিশেষ আয়োজন। জব মার্কেটে শিক্ষার্থীদের উপযোগী তথ্য খবরা-খবর নিয়ে থাকছে নিয়মিত আপডেট। বিজ্ঞান, ধর্ম, ছাত্র রাজনীতির এ টু জেড নিয়ে থাকছে পূর্নাঙ্গ আলোকপাত।ভর্তি পরীক্ষার খবর, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ভালো ফলাফল করার কৌশল, বিসিএস ট্যাকনিক, এডমিশান টেষ্টের সহজতম রিভিও নিয়ে থাকছে শিক্ষকদের পরামর্শমূলক লেখা।

আর এইসবের অন্তরালে আপ-টু-ডেট সংবাদ পরিবেশন করবেন বিশ্ববিদ্যালয়ের-ই প্রায় শতাধিক অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক-শিক্ষার্থী। যারা ইতিমধ্যে লেখা-লেখি করছেন বিভিন্ন ব্লগসাইট,নিউজ পোর্টাল সহ দৈনিক পত্রিকাগুলোতে। লেখালেখির সাথে সম্পৃক্ত এমন যে কারো জন্যেই উম্মুক্ত আমাদের এই অনলাইন প্লাটফর্ম। আপনি যদি একজন সাংবাদিক কিংবা লেখালেখিতে আগ্রহী হয়ে থাকেন, তবে আপনিও sign up করে হতে পারেন আমাদের এই অগ্রযাত্রার পথিক।

রেজিস্টার করবেন কোথায়?


উত্তরঃ যারা এখনো http://culive24.com/ এই সাইটে রেজিস্টার করেন নাই তারা এই লিঙ্কে যেতে পারেন http://culive24.com/sign-up/

♦—লগিন করবেন কোথায় ? ( যদি আগে সিইউলাইভ২৪ এ আইডি করে থাকেন )


উত্তরঃ http://culive24.com/log-in/

কিভাবে সাইন আপ/ রেজিস্টার করবেন সেটা ভিডিও তে দেখতে পারেন – (DeskTop)

How to post/Publish in wordpress/culive24 using android mobile?

কিভাবে মোবাইল থেকে সিইউলাইভ২৪ এ পোস্ট / নিউজ পাবলিশ করবেন?

OR

কিভাবে CULive24 এ নিউজ/পোস্ট পাবলিশ করবেন ?

এরপরেও কোন প্রব্লেম হলে এডমিন কে

অথবা এই পেইজে সরাসরি মেসেজ করতে পারেন।

Sharing is caring!