কিভাবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে
চট্রগ্রাম বিশ্ববদ্যালয় (ইংরেজি শব্দ, University of Chittagong, সংক্ষেপে চবি) একটি সরকারি বহু অনুষদভিত্তিক, গবেষণা বিশ্ববিদ্যালয় । এটি চট্রগ্রাম জেলা হাটহাজারী উপজেলা অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় ১৯৬৬ স্থাপিত। দেশের তৃতীয় এবং ক্যামপাস আয়তনের দিক থেকে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় । এখানে ২২,০০০ শিক্ষার্থী এবং ৮৫৯ শিক্ষক রয়েছে ।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থান
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম শহর থেকে ২২ কি:মি উত্তরে হাটহাজারী উপজেলা ফতেহপুর ইউনিয়নের ১৭৫৩.৮৮ একর পাহারি ও সমতল ভূমির উপর অবস্থিত । ১৮ নম্বেবর ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় ।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস
চট্রগ্রাম শহর থেকে ফজলুল কাদের চৌধুরী দ্বারা ৩ ডিসেম্বর ১৯৬৫ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে । তিনি বিশ্ববিদ্যালয় সুবিধা ও চাহিদা দাবি করেন । ১৮ নম্বেবর ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় বাংলা, ইংরেজী এবং অর্থনীতি বিভাগ নিয়ে কার্য শুরু হয় । মেডিসিন, প্রকৌশল, এবং আইন বিভাগ হিসেবে বিশ্ববিদ্যালয় বাইরে কলেজ গুলো পৃথক ভাবে শিক্ষা অধিদপ্তরে অন্তর্ভূক্ত করা হয় ।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর উপাচার্য তালিকা
- অধ্যাপক এ.আর. মল্লিক (০১.১০.১৯৬৬ থেকে ০১.৩১.১৯৭১)
- অধ্যাপক ইউ.আর.সিদ্দিকী (ভারপ্রাপ্ত, ভিসি)(২১.০৪.১৯৭১ থেকে ৩০.০১.১৯৭২)
- অধ্যাপকি এম ইননাস আলী (০১.০২.১৯৭২ থেকে ১৮.০৪.১৯৭৩)
- অধ্যাপক আবুল ফজল (১৯.০৪.১৯৭৩ থেকে ২৭.১১.১৯৭৫)
- অধ্যাপক অাবদুল করিম (২৮.১১.১৯৭৫ থেকে ২৭.১১.১৯৮১)
- অধ্যাপক এম.এ.আজিজ খান (১৯.০৪.১৯৮১ থেকে ১৮.০৪.১৯৭৫)
- অধ্যাপক মুহাম্মদ আলী (১৯.০৪.১৯৮৫ থেকে ২২.০৫.১৯৮৮)
- অধ্যাপক আলমগীর মুহাম্মদ সিরাজ উদ্দীন (২৩.০৫.১৯৮৮ থেকে ২৯.১২.১৯৯১)
- অধ্যাপক রফিকুল ইসলাম চৗেধুরী (৩০.১২.১৯৯১ থেকে ০৬.১১.১৯৯৬)
- অধ্যাপক আবদুল মান্নান (০৬.১১.১৯৯৬ থেকে ১৩.০২.২০০১)
- অধ্যাপক মো: ফজলে হোসেন (১৪.০২.২০০১ থেকে ০২.০২.২০০২)
- অধ্যাপক এ.জে.এম নুরুদ্দীন আলম (০২.০২.২০০২ থেকে ০২.০২.২০০৬)
- অধ্যাপক এম. বদিউল আলম (০৮.০২.২০০৬ থেকে ২৪.০২.২০০৯)
- অধ্যাপক আবুল ইউসুফ (২৫.০২.২০০৯ থেকে ২৮.১১.২০১০)
- অধ্যাপক মো: আলাউদ্দীন (ভারপ্রাপ্ত, ভিসি)(১৯.১২.২০১০ থেকে ১৪.০৬.২০১১)
- অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ (১৫.০৬.২০১১ থেকে ১৪.০৬.২০১৫)
- অধ্যাপক ইফতেখার উদ্দীন চৌধুরী (১৫.০৬.২০১৫ থেকে বর্তমান)
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট সমূহ
- মেরিন সায়েন্সেস এবং মংস্য ইনস্টিটিউট
- ফরেস্ট্রি অ্যান্ড এনভাররনমেন্টাল ইনস্টিটিউট
- চারুকলা ইনস্টিটিউট
- আধুনিক ভাষা ইনস্টিটিউট
- সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউট
- এডুকেশানাল রিসোর্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সুবিধা
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরী ৫৬.৭০০ বর্গ ফুট নিজস্ব ভবনে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থিতি এবং ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় । এ লাইব্রেরী ১৪ জন কমিটি সদস্য দ্বারা পরিচালিত । লাইব্রেরীতে ৩,৫০,০০০ বই এবং ৪০,০০০ আবদ্ধ পত্রিকা সংগ্রহিত ।
উল্লেখ্যযোগ্য অনুষদ সদস্য
- জামাল নজরুল ইসলাম, তাত্ত্বিক পদার্থবিদ ও গণিতবিদ, প্রাক্তন অধ্যাপক গণিত বিভাগ, প্রাক্তন অধ্যাপক এমেরিটাস এবং গবেষণা কেন্দ্রর প্রতিষ্ঠাতা পরিচালক গণিত ও ভৌত বিজ্ঞান । ( আর.সি.এম.পি.এস)
- মুহাম্মদ ইউনুস, গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠাতা, ২০০৬ সালে নোবেল বিজয়ী । সাবেক অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জোবরা এলাকা সংলগ্ন একটি ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করে ।
- অাবদুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মনজুরি কমিশন, সাবে অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ ।
সমাবর্তন
অবৈতনিক ডক্টরেক
১. আবদুল সালাম, ১৯৭৯ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কা লাভ করে । ( ডক্টরেট বিজ্ঞান, ১৯৮১)
২. জামাল নজরুল ইসলাম, একজন পদার্থবিদ, গণিতবিদ, জ্যোতিবিজ্ঞানী এবং মহাবিশ্বততত্ত্ববিদ ( ডক্টর বিজ্ঞান, ২০০৮)
https://culive24.com/?p=9859https://i2.wp.com/culive24.com/wp-content/uploads/2017/01/chittagong_university_logo.jpg?fit=273%2C169&ssl=1https://i0.wp.com/culive24.com/wp-content/uploads/2017/01/chittagong_university_logo.jpg?resize=150%2C150&ssl=1ক্যাম্পাসশিক্ষাইতিহাস,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়,বিশ্ববিদ্যালয়,শিক্ষাচট্রগ্রাম বিশ্ববদ্যালয় (ইংরেজি শব্দ, University of Chittagong, সংক্ষেপে চবি) একটি সরকারি বহু অনুষদভিত্তিক, গবেষণা বিশ্ববিদ্যালয় । এটি চট্রগ্রাম জেলা হাটহাজারী উপজেলা অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় ১৯৬৬ স্থাপিত। দেশের তৃতীয় এবং ক্যামপাস আয়তনের দিক থেকে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় । এখানে ২২,০০০ শিক্ষার্থী এবং ৮৫৯ শিক্ষক রয়েছে । চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম শহর...Usa Sing RakhineUsa Sing Rakhineusasing24@gmail.comAuthorচবি নিউজ পোর্টাল | Campus News 24/7

Leave a Reply