রবির পক্ষ থেকে চবি শিক্ষার্থীর জন্য ফ্রি ডাটা
চবি প্রতিনিধি: করোনাভাইরাসের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে প্রতি মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ১৫ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, দেশের সবস্থানে যেহেতু ইন্টারনেট সুবিধা সমান নয়, তাই দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ নির্বিঘ্ন করতে প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ডাটা দেওয়ার উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, ‘করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খরচ বেঁচে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এসব বেঁচে যাওয়া অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যানার্থে ব্যয় করা হবে।’
https://culive24.com/?p=43111আইটিক্যাম্পাসচবি প্রতিনিধি: করোনাভাইরাসের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে প্রতি মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ১৫ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ । বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, দেশের সবস্থানে যেহেতু ইন্টারনেট সুবিধা সমান নয়, তাই দেশের নানা...culivehttps://plus.google.com/u/0/me?tab=wX&authuser=0CuLive Portaladmin@culive24.comAdministratorচবির একঝাক মেধাবী তরুন লেখক ও ছাত্র সাংবাদিক বৃন্দ।চবি নিউজ পোর্টাল | Campus News 24/7


Leave a Reply