আনোয়ারায় করোনাসন্দেহে ২ নমুনা, হোম কোয়ারেন্টাইনে ৪২ প্রবাসী
চট্টগ্রামের আনোয়ারায় করোনাভাইরাসের উপসর্গ মিলেছে— এমন দুজনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশফেরত ৪২ জন প্রবাসী হোম কেয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানিয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুজনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইডিআইটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ফলাফল এখনও আসেনি।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ‘আনোয়ারায় এ পর্যন্ত ৫২ জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও তাদের মধ্যে ১০ জনের নির্দিষ্ট সময় শেষ হয়েছে। বর্তমানে ৪২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।’
এসএস



Leave a Reply