Sharing is caring!

যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি বাসে যাবেন, তারা বাস নিবার্চনের সময় এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন।

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবার জন্য সবসময় যে বাসগুলো চয়েজে রাখবেন ~

১) মার্সা- প্রথমত তাদের বাস ক্লোজ ডোর এবং ১৫ মিনিট পর পর তাদের বাস ছাড়ে। বাস ছাড়ার পর অন্য কোন জায়গা থেকে পোক নেয় নাহ। বাস ছাড়ার স্থান হচ্ছে নতুন চাঁন্দগাও, বহদ্দারহাট। ভাড়া ২৫০ টাকা।

২) এস.আলম – তাদের বাসও ক্লোজ ডোর। মাঝে মাঝে কিছু বাস পোক নেয়, তবে এটি ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করলে, তারা সাথে সাথে সেটির ব্যবস্থা নিবে। বাস ছাড়ার স্থান হচ্ছে নতুন চাঁন্দগাও, চট্টগ্রাম। তবে রাত ১২ টার পর বাস ছাড়ে সিনেমা প্যালেস থেকে। ভাড়া ২৫০ টাকা।

৩) সৌদিয়া – ক্লোস ডোর সার্ভিস। তারাও মাঝে মাঝে পোক নেয়, তবে সেটি ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করলে, তারা সঠিক ব্যবস্থা নিবে। গরীবুল্লাহ শাহ মাজার দামপড়া থেকে তাদের বাস ছাড়ে। আবার নতুন চাঁন্দগাও থেকেও বাস ছাড়ে। রাত ১২ টার পর সিনেমা প্যালেস থেকে বাস ছাড়ে। ভাড়া ২৫০ টাকা।

৪) স্টার লাইন – তাদের সার্ভিসও মোটামুটি ভালো, তবে বাস ছাড়ার সংখ্যা একটু কম। তবে যেগুলা ছাড়ে, সবগুলো ক্লোজ ডোর। গরীবুল্লাহ শাহ মাজার দামপাড়া স্টার লাই কাউন্টার থেকে বাস ছাড়ে। ভাড়া ২৫০ টাকা।

এই চারটি বাস ব্যতীত বাকী যে বাস গুলো রয়েছে, সবগুলো এই রুটে লোকাল সার্ভিস দেয়। তাদের পরিবহনে আপনি ১৮০/২০০ টাকা দিয়েও কক্সবাজার যেতে পারবেন, তবে সময় বেশী লাগবে।

তাই, কক্সবাজার যেতে সবসময় মার্সা/এস.আলম/সৌদিয়া/স্টার লাইন এই চারটির মধ্যে যেকোন একটি নিবার্চন করবেন। এতে আপনার সময়ও বাঁচবে ও কোন হয়রানির স্বীকার হতে হবে নাহ।

আর কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারেন।

https://i1.wp.com/culive24.com/wp-content/uploads/2019/06/62209877_2302067616551509_311335230029955072_n.jpg?fit=720%2C480&ssl=1https://i1.wp.com/culive24.com/wp-content/uploads/2019/06/62209877_2302067616551509_311335230029955072_n.jpg?resize=150%2C150&ssl=1culiveট্যুরবিনোদনকক্সবাজার,চট্টগ্রামযারা চট্টগ্রাম থেকে কক্সবাজার নন এসি বাসে যাবেন, তারা বাস নিবার্চনের সময় এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবার জন্য সবসময় যে বাসগুলো চয়েজে রাখবেন ~ ১) মার্সা- প্রথমত তাদের বাস ক্লোজ ডোর এবং ১৫ মিনিট পর পর তাদের বাস ছাড়ে। বাস ছাড়ার পর অন্য কোন জায়গা থেকে পোক...#1 News portal of Chittagong University

Sharing is caring!