হে চবি
হে চবি
হে চবি,
তুমি মোর ভাগ্য আকাশে
ফুটালে রবি।
হে চবি,
ছিলাম আমি অধম
যা আছে ভেতরে, তোমার সবি।
হে চবি,
তুমি গর্ভে ধরেছ
কত লেখক গবেষক কবি।
হে চবি,
জন্ম দিলে তুমি কত
বৈজ্ঞানিক, দার্শনিক, শ্রেষ্ঠ জ্ঞানী-গুণী ।
হে চবি,
চট্টলাকে করলে আলোকিত
মোদের উজাড় করে দিলে সবি।
হে চবি,
আজ তোমার গর্বের ধন দেখ
অমানিশা কেটে আনছে রবি।
হে চবি,
১৯৬৬ তে যাত্রা তোমার
শৈশব কৈশোর যৌবন কাটিয়েছ মোদের লাগি।
হে চবি,
ইতিহাস ঐতিহ্য গৌরবে মাথা উচুঁ করে
থেক যুগ-যুগান্তর, হও দীর্ঘজীবী।
মাস্টার্স – ইসলামিক স্ট্যাডিজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
https://culive24.com/?p=21549https://i1.wp.com/culive24.com/wp-content/uploads/2019/02/BeautyPlus_20190105212449152_save.jpg?fit=685%2C1024&ssl=1https://i0.wp.com/culive24.com/wp-content/uploads/2019/02/BeautyPlus_20190105212449152_save.jpg?resize=150%2C150&ssl=1সাহিত্যহে চবিহে চবি
এম সাইফুল ইসলাম নেজামী
হে চবি,
তুমি মোর ভাগ্য আকাশে
ফুটালে রবি।
হে চবি,
ছিলাম আমি অধম
যা আছে ভেতরে, তোমার সবি।
হে চবি,
তুমি গর্ভে ধরেছ
কত লেখক গবেষক কবি।
হে চবি,
জন্ম দিলে তুমি কত
বৈজ্ঞানিক, দার্শনিক, শ্রেষ্ঠ জ্ঞানী-গুণী ।
হে চবি,
চট্টলাকে করলে আলোকিত
মোদের উজাড় করে দিলে সবি।
হে চবি,
আজ তোমার গর্বের ধন দেখ
অমানিশা কেটে আনছে রবি।
হে চবি,
১৯৬৬ তে যাত্রা...culivehttps://plus.google.com/u/0/me?tab=wX&authuser=0CuLive
Portaladmin@culive24.comAdministratorচবির একঝাক মেধাবী তরুন লেখক ও ছাত্র সাংবাদিক বৃন্দ।চবি নিউজ পোর্টাল | Campus News 24/7
Leave a Reply