গাঁজা সেবনকালে চবির জালাল, সিয়াম, জিসান, সানি, সাইফ শামীম আটক ।
গাঁজা সেবনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক আলাওল হলের ৪২২ নম্বর রুম থেকে ৬ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে আটক করে পুলিশে সোপার্দ করা হয়।
তারা হলেন- লোক প্রশাসন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল মুকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মহিউদ্দিন জালাল, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ সিয়াম, অর্থনীতি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মো. সানি, রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের শামীম আহসান।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় গাঁজা সেবনকালে আলাওল হল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে আটককৃতদের হাটহাজারি থানায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
https://culive24.com/?p=21289https://i2.wp.com/culive24.com/wp-content/uploads/2019/02/গাঁজা-সেবনকালে.jpg?fit=630%2C347&ssl=1https://i2.wp.com/culive24.com/wp-content/uploads/2019/02/গাঁজা-সেবনকালে.jpg?resize=150%2C150&ssl=1ক্রাইম এন্ড "ল"গাঁজা সেবনকালেগাঁজা সেবনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক আলাওল হলের ৪২২ নম্বর রুম থেকে ৬ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে আটক করে পুলিশে সোপার্দ করা হয়। তারা হলেন- লোক প্রশাসন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল মুকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মহিউদ্দিন জালাল, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের...culivehttps://plus.google.com/u/0/me?tab=wX&authuser=0CuLive Portaladmin@culive24.comAdministratorচবির একঝাক মেধাবী তরুন লেখক ও ছাত্র সাংবাদিক বৃন্দ।চবি নিউজ পোর্টাল | Campus News 24/7
Leave a Reply