Sharing is caring!

 

 

সবাই হয়ত মনে করতে পারেন, যে ফরেস্ট্রি আবার কি জিনিশ…
শুধু গাছ চেনা আর গাছ লাগানোই শেখানো হয় এখানে। কথাটা 101% ভুল। ফরেস্ট্রির পরিধী কেবল গাছ চেনা লাগানো আর কাটাকাটির মধ্যে না, ইকলোজি, এনভায়রনমেন্টাল
ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট, উড
স্ট্রাকচার, প্রোপার্টিজ, সিজনং, প্রিজারভেশন , ট্রি ফিজিওলজি, সয়েল সাইন্স, এনভায়রনমেন্টাল ইকোনোমিক্স, জেনেটিক্স এন্ড ট্রি
ইম্প্রুভমেন্ট, এগ্রো ফরেস্ট্রি, ফরেস্ট্রি
মেনসুরেসন এন্ড ইনভেন্টরি, ফরেস্ট্রি বেজড ইন্ডাস্ট্রি, সার্ভেইং, সহ
পড়ানো হয় রিমোট সেন্সিং এন্ড জি আই এস, বন্যপ্রাণী
সংরক্ষন, ফরেস্ট ইঞ্জিনিয়ারিং, এন্টমোলজি ইত্যাদি সহ মজার মজার সব বিষয়।
.
#কেমন সুযোগ পাবে?
বিভাগটিতে শিক্ষার্থীদের বন
এবং পরিবেশবিষয়ক পড়াশোনার জন্য রয়েছে নিজস্ব সেমিনার লাইব্রেরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং শিক্ষকদের নিজস্ব সংগ্রহে
রয়েছে বিশাল বইয়ের সম্ভার। এছাড়া শিক্ষার্থীদের নানা ধরনের গবেষণার জন্য রয়েছে বিভাগটির নিজস্ব নার্সারি, এগ্রো- ফরেস্ট্রি ল্যাব,
.
ক্যারিয়ার সম্ভাবনা:
‘ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র অনেক প্রসারিত। সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এ বিভাগের
শিক্ষার্থীরা বর্তমানে কর্মরত রয়েছে। সরকারী পাবলিক সার্ভিস কমিশনসহ বন ও পরিবেশ মন্ত্রণালয়, স্পেস রিসার্চ এ্যান্ড রিমোট
সেন্সিং অর্গানাইজেশন অব বাংলাদেশের ফরেস্ট্রি সেক্টর ও বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এ সায়েন্টিফিক অফিসার হিসেবে কাজ করার সুযোগ
রয়েছে এ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের। এছাড়া বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট
কর্পোরেশনে ম্যানেজার পদে এবং বিভিন্ন পাল্প এ্যান্ড পেপার মিলসে কাজ করছে এ বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা। বেসরকারী
বিভিন্ন এনজিও সংস্থাতেও এ বিভাগ থেকে পাস করে খুব সহজেই কাজ করা যায়।
উল্লেখযোগ্য বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, নিসর্গ সাপোর্ট
প্রোজেক্ট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভিং ন্যাচারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
.
আর স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষায় বাইরে যাবার চিন্তা ভাবনা যাদের আছে, তাদের জন্য তেমন কিছু বলার
নেই, কেবল ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স
লিখে গুগলে সার্চ দিলেই পোস্ট গ্রাজুয়েশন এর অপশন দেখতে দেখতে মাথা খারাপ হবার দশা হবে।
#Collected

Md.Arifuzzaman
University of Chittagong.

 

https://i1.wp.com/culive24.com/wp-content/uploads/2019/01/download-1.jpg?fit=300%2C168&ssl=1https://i1.wp.com/culive24.com/wp-content/uploads/2019/01/download-1.jpg?resize=150%2C150&ssl=1culiveক্যারিয়ারশিক্ষাসাবজেক্ট রিভিউ-Forestry    সবাই হয়ত মনে করতে পারেন, যে ফরেস্ট্রি আবার কি জিনিশ... শুধু গাছ চেনা আর গাছ লাগানোই শেখানো হয় এখানে। কথাটা 101% ভুল। ফরেস্ট্রির পরিধী কেবল গাছ চেনা লাগানো আর কাটাকাটির মধ্যে না, ইকলোজি, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট, উড স্ট্রাকচার, প্রোপার্টিজ, সিজনং, প্রিজারভেশন , ট্রি ফিজিওলজি, সয়েল সাইন্স, এনভায়রনমেন্টাল ইকোনোমিক্স, জেনেটিক্স এন্ড ট্রি ইম্প্রুভমেন্ট, এগ্রো...#1 News portal of Chittagong University

Sharing is caring!