সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চবি শাখার নতুন কমিটি ঘোষনা|culive24.com
সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষনা।
26/7/18. Culive24desk :
সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৫ জনের নতুন কার্যকরী কমিটি গতকাল ২৫ জুলাই ঘোষনা করা হয়েছে। এতে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র, বিশিষ্ট সংগঠক,মুহা. ইমরান উদ্দিন রাজুকে।
যুগ্ম-সমন্বয়কবৃন্দ হলেন:-
মো: সাহিদুল আলম সাকিব, সৌরভ মুৎসুদ্দী, রিদোয়ান ইবনে সাত্তার। কার্যকরী সদস্যবৃন্দ হলেন: রাহাবার বিন হোসাইন, জোবেদা খানম, আসাদ মৃদা, অনিরুদ্ধ দাস কল্প, সুমাইয়া আহমেদ মুন, সুমিত দাস, তানজিল হৃদয়, জাকিয়া সুলতানা, মাঈনুদ্দীন হাসান, আলী তানভীর, মো আবু সায়েম রিমন।
আজ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন স্যারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন কমিটির যাত্রা শুরু হয়।
বিশিষ্ট শিক্ষক, গবেষক, তরুন প্রজন্মের অহংকার প্রফেসর মোহাম্মদ এ আরাফাত এর নির্দেশে সকল জঙ্গিবাদ, অপশক্তি আর মৌলবাদ রুখতে এবং জননেত্রী শেখ হাসিনার দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং,চবি শাখা চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী এর নেতৃত্বে কাজ করতে বদ্ধ পরিকর।
https://culive24.com/?p=17799https://i0.wp.com/culive24.com/wp-content/uploads/2018/07/received_1764284720323461.jpeg?fit=1024%2C541&ssl=1https://i1.wp.com/culive24.com/wp-content/uploads/2018/07/received_1764284720323461.jpeg?resize=150%2C150&ssl=1আদার্সcu... culive24.com,সুচিন্তাইউথউয়িংচবিশাখাসুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষনা। 26/7/18. Culive24desk : সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৫ জনের নতুন কার্যকরী কমিটি গতকাল ২৫ জুলাই ঘোষনা করা হয়েছে। এতে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র, বিশিষ্ট সংগঠক,মুহা. ইমরান উদ্দিন রাজুকে। যুগ্ম-সমন্বয়কবৃন্দ হলেন:- মো: সাহিদুল আলম সাকিব, সৌরভ...michilmichil movehimubarua36@gmail.comAuthorচবি নিউজ পোর্টাল | Campus News 24/7
We are a gaggle of volunteers and opening a new scheme in our community. Your site offered us with helpful info to work on. You’ve done a formidable job and our whole community shall be grateful to you.