চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা আহ্বান
লেখা আহ্বান।
বিজ্ঞান চর্চা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ত্রৈমাসিক বিজ্ঞান ম্যাগাজিন “কী ও কেন” এর দ্বিতীয় সংখ্যার জন্য লেখা আহ্বান।
বিজ্ঞান বিষয়ক এ ম্যাগাজিনের প্রথম সংখ্যাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিজ্ঞান আগ্রহী পাঠকদের দৃষ্টি কেড়েছে। অল্প সংখ্যক কপি ছাপানো হওয়ায় সবার হাতে তুলে দিতেও আমরা সক্ষম হইনি। আমাদের প্রথম সংখ্যাটি অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে প্রকাশিত হয়।
এবারের সংখ্যাটি স্টিফেন হকিংকে নিয়ে হলেও বিজ্ঞানের সকল বিষয়ের জন্য ও সকলের লেখার জন্য উন্মুক্ত। এ সংখ্যায় স্থান পাবে স্টিফেন হকিংসহ বিজ্ঞানের যেকোন বিষয়ে প্রবন্ধ, গল্প, কল্পকাহিনী, বিজ্ঞানীদের জীবনী, বিজ্ঞানের দর্শন, মানব কল্যানে বিজ্ঞান, বিভিন্ন প্রজেক্টের ও গবেষণা প্রবন্ধের উপস্থাপন, সাক্ষাতকার, অনুবাদ ও পাঠ্যপুস্তকের বিজ্ঞানকে সহজ ও সরলভাবে উপস্থাপন। আপনার লেখাটি জমা দিন এই ( ssfrabby@gmail.com ) ঠিকানায়।
লেখা পাঠানোর আগে:-
আপনি যদি নতুন লেখক হন। তবুও লেখা পাঠাতে সংকোচ করবেন না। আমরা নতুন লেখদের সুযোগ দিতে চাই। শুধু খেয়াল রাখবেন আপনি যা বোঝাতে চান তা সরল ভাবে উপস্থাপিত হয়েছে কি না। একই বিষয়ে একাধিক লেখা জমা হলে সবগুলো ছাপানো হবে না। যেকোন বিষয়ে বিজ্ঞান চর্চা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মিলিত সিদ্ধান্তই চুড়ান্ত। প্রতিক্রিয়াশীল চিন্তা/ অথবা বিজ্ঞানের চেতনার সাথে বেমানান লেখা পাঠাবেন না।
যারা বিজ্ঞান সংগঠক হয়ে আমাদের সাথে কাজ করতে চান তারাও যোগাযোগ করবেন। লেখা পাঠাবার শেষ সময় ১৫ই জুলাই, ২০১৮ |
ফজলে রাব্বী
সম্পাদক
কী ও কেন
মোবা: 01679786534
মোঃ তৌহিদুল ইসলাম রনী
পদার্থবিদ্যা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Leave a Reply