culive24.desk : চবি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের) ইতিহাস বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র মো: সালেহ আকরাম ( বাপ্পী) উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজকের শহরগামী শাটল ট্রেন, দুপুর ১.৩০ এ ষোলশহর স্টেশনে পৌঁছলে, ছাত্ররা দলবদ্ধ হয়ে বাপ্পীর হামলার প্রতিবাদ ও দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নগরীর ২ নং গেইট মোড়ে।
এই সময় সাময়িকভাবে শাটল ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ ছাত্ররা। বিক্ষোভ মিছিলটি ষোলশহর স্টেশন হয়ে দুই নং গেইট মোড়ে গিয়ে অবস্থান নেয়, পরে আবার ২ নং গেইট হয়ে ষোলশহরে এসে থামে।
ষোলশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ মো: রতন, সিউলাইভটোয়েন্টিফোর কে বলেন,এই ঘটনায় মামলা আমরা নিয়েছি। ছাত্রদের আশ্বাস দিয়েছি আমরা খুব শীঘ্রই আসামীদের গ্রেপ্তার করবো।”
ছাত্রদের সাথে কথা বললে তারা জানায়, ‘আমাদের একটায় দাবী, চিহ্নিত আসামী ছোটন, আলামিন দের দ্রুত গ্রেপ্তার করতে হবে।পুলিশের আশ্বাসে আমরা আন্দোলন সাময়িক করেছি ও পুলিশকে আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি। দরকার হলে আবার আন্দোলনে যাব।”
জানা যায়, গত ৬ মে, সন্ধ্যায় ষোলশহর রেলক্রসিং সংলগ্ন চায়ের দোকানদারের সাথে চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা হয় বাপ্পী ও তার সহপাঠীদের সাথে। একপর্যায়ে চায়ের দোকানদার সুমন ;আলামিন, ছোটন নামক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ডেকে এনে বাপ্পীর উপর হামলা করে।
এ হামলার ঘটনায় তাদের আসামী করে চট্টগ্রাম পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
https://culive24.com/?p=17334https://i0.wp.com/culive24.com/wp-content/uploads/2018/05/IMG_20180510_144409.jpg?fit=1024%2C576&ssl=1https://i0.wp.com/culive24.com/wp-content/uploads/2018/05/IMG_20180510_144409.jpg?resize=150%2C150&ssl=1michilআদার্সএক্সক্লুসিভক্রাইম এন্ড "ল"culive24.com,চবি শিক্ষার্থীদের,বিক্ষোভ মিছিল,ষোলশহরেculive24.desk : চবি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের) ইতিহাস বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র মো: সালেহ আকরাম ( বাপ্পী) উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজকের শহরগামী শাটল ট্রেন, দুপুর ১.৩০ এ ষোলশহর স্টেশনে পৌঁছলে, ছাত্ররা দলবদ্ধ হয়ে বাপ্পীর হামলার প্রতিবাদ ও দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও...michilmichilmovehimubarua36@gmail.comAuthorচবি নিউজ পোর্টাল | Campus News 24/7
Leave a Reply