ক্যাডার চয়েজ নিয়ে শ্রদ্ধেয় মুকুল স্যারের অালোচনা
ক্যাডার চয়েজ নিয়ে শ্রদ্ধেয় মুকুল স্যারের অালোচনা
———————————————————————–
[এম আই প্রধান
সমাজকল্যান মন্ত্রনালয়]
আলোচনার একেবারেই শুরুতেই ক্যাডার চয়েজ নিয়ে কয়েকটি গ্রুপ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে পড়ুন:-
গ্রুপ- এ;
১) বিসিএস পররাষ্ট্র।
নোট: পররাষ্ট্র চয়েজ দিলে প্রথমেই দিবেন,না দিলে তালিকা থেকেই বাদ দিন।নিচে দিলে লস নাই; তবে সেটা বেহুদা দেয়া হবে।
গ্রুপ-বি;
২) বিসিএস প্রশাসন/পুলিশ।
৩) বিসিএস পুলিশ/প্রশাসন।
নোট: এখানে যার যেটা বেশি পছন্দ সেটা সে আগে দিবে;এতে কোন সমস্যা নাই।
গ্রুপ- সি;
৪) বিসিএস নিরীক্ষা ও হিসাব/ইকনমিক/কর।
৫) বিসিএস কর/ ইকনমিক/নিরীক্ষা ও হিসাব।
৬) বিসিএস ইকনমিক/কর/ নিরীক্ষা ও হিসাব।
নোট: এই তিনটির মধ্যে যেটি বেশি পছন্দ সেটি আগে দিন।এভাবে পরেরগুলো দিন;কোন অসুবিধা হবে না।
গ্রুপ-ডি;
৭) বিসিএস সড়ক ও জনপথ/গণপূর্ত/স্বাস্থ্য/রেলওয়ে প্রকৌশল।
নোট: এখানে শুধু অপেক্ষাকৃত ভাল প্রফেশনাল/টেকনিকাল যাদের তারাই দিবেন (উল্লেখ করেই দিয়েছি)। এর কারন যে ক্যাডারগুলো আমি এর নিচে রেখেছি তার থেকে আপনাদের উল্লিখিত নিজেদের ক্যাডারগুলোই ভাল হবে।
আর হ্যা,এগুলোর মধ্যথেকে যদি কেউ শুধু এই প্রফেশনাল ক্যাডারেই থাকতে চায় তবে সে নির্দ্বিধায় কেবল একটি চয়েজই রাখবে।
গ্রুপ-ই;
৮) বিসিএস আনসার।
৯) বিসিএস খাদ্য।
১০) বিসিএস তথ্য (ক)/(খ)/ (গ)।
১১) বিসিএস রেলওয়ে পরিবহন।
১২) বিসিএস সমবায়।
১৩) বিসিএস ডাক।
১৪) বিসিএস পরিবার পরিকল্পনা।
১৫) বিসিএস শিক্ষা/কৃষি/সমমান।
নোট: এই গ্রুপের সব ক্যাডারই অলমোস্ট সেইম।সামান্য একটু যা কম বেশি হয় তার জন্য আমি ৮-১৫ পর্যন্ত যেভাবে দিয়েছি সেভাবেই রাখবেন।
//এবার সামান্য কিছুটা অধিক ব্যাখ্যা করি:-
গ্রুপ-এ;
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের প্রমোশন গ্রোথ সবচেয়ে ভাল (আমার ক্লাসে হলে,এখানে বেশ কিছু বাস্তব উদাহরণ দেয়া যেতে পারতো)। দেশের বাইরে নানা দেশ ভ্রমন করা,লাল পাসপোর্ট ব্যাবহার করা থেকে শুরু করে নানা সুবিধা থাকলেও এই ক্যাডার প্রথম পছন্দ অনেকেই দেয় না। কেউ কঠিন ভাইভা বোর্ড ফেস করার ভয়ে, আর কেউ বিদেশে জীবনের গুরুত্ত্বপূর্ণ বেশি সময় যাতে না কাটাতে হয় একারনেই এই ক্যাডার তালিকাতেই অনেকে রাখেনা।
সমাধান:
বিসিএস পররাষ্ট্র প্রথম চয়েজ দিলে ভাইভা খুব কঠিন হবে বা পুরো ভাইভা ইংরেজিতেই হবে এই ধারনা অনেকাংশে সঠিক নয়।
আবার পররাষ্ট্র ক্যাডার প্রথম চয়েজ দিলে পররাষ্ট্র না হলে নিচের অন্য ক্যাডার আর হবে না,এই ধারনা একদমই ভুল।
আমার নিজের তিনটা বিসিএস ভাইভাতে পররাষ্ট্র প্রথম চয়েজ নিয়ে লড়াই করার অভিজ্ঞতা আছে। আমার বিসিএস পররাষ্ট্র ক্যাডারে না হয়ে বর্তমানে আমি মন্ত্রনালয়ে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে
কর্মরত রয়েছি। আব্দুল কাদের নামে আমার এক বন্ধু ২৮ তম বিসিএস এ পররাষ্ট্র প্রথম চয়েজ দিয়ে বিসিএস খাদ্য ক্যাডারে চাকুরী লাভ করেছে।সুতরাং এই ভয় যেন না থাকে।
পররাষ্ট্র প্রথম চয়েজ দিলে –
১) ভাইভাতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের নানাদিক নিয়ে বেশ কিছুটা দক্ষতা দেখাতে হতে পারে।
২) একাডেমিক রেজাল্টগুলো ভাল থাকলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে।
৩) ইংরেজি কথোপকথনে দক্ষ হলে কাজে লাগতে পারে,কারন কিছু কিছু ভাইভা বোর্ডে আপনার ইংরেজি জ্ঞান যাচাই করে দেখতেই পারে।
৪) বৈশিক দ্বিপাক্ষিক দ্বন্দ্ব বা সম্পর্কগুলোতে বাস্তব জ্ঞান থাকলে ভাল হবে।
এগুলোতে যদি কেউ বেশ ভাল করতে পারে, তবে আমি বলবো বিসিএস পররাষ্ট্র চয়েজ নাম্বার এক (১) দিলে ভয়ের কিছু নাই। আপনার জন্যই এই ক্যাডার।
এরপরেও যদি ভয় লাগে তাহলে ভাই এটা চয়েজ থেকে একেবারেই ফেলে দিন। মনে রাখবেন উপরে আমার দেয়া চয়েজ লিস্ট থেকে প্রথম ৩ টি চয়েজ ১-৩ এর মধ্যেই রাখবেন। এর বাইরে অন্য কোথাও এদের ফেলবেন না।
গ্রুপ -বি :
যদি কেউ মনে করে পুলিশ বেশি ভাল লাগে,সে পুলিশই সবার উপরে আর প্রশাসন তার নিচেই দিবে।একইভাবে কেউ প্রশাসন উপরে দিলে পুলিশ তার নিচেই দিবে কোন সমস্যা নাই।
আমার তালিকায় পুলিশ না দিয়ে,বিসিএস প্রশাসন উপরে রেখেছি।
কেন?
অনেকগুলো কারনে পুলিশ থেকে প্রশাসন আমার নিকট কিছুটা উপরে,
১) প্রশাসনে পদসংখ্যা ৩০০টি আর পুলিশে পদসংখ্যা ১০০টি।
২) পুলিশের এক বছরের বেশি সময় ধরে চলা ট্রেইনিং এ অনেকেই জীবনের অর্ধেক আয়ুষ্কাল খুইয়ে আসে। অনেকেই খোলামাঠেই কান্নাকাটি করে পুলিশ ক্যাডার পরিবর্তন করার জন্য।
৩) অন্যদিকে বিসিএস প্রশাসন ক্যাডারে এ নিচের দিকে বেশ কিছু ভাল পদ লাভ করা যায়,যেমন: এসিল্যান্ড,ইউ.এন.ও,এডিসি,এডিএম,ডিসি পদগুলি বেশ দায়িত্বশীল ও সম্মানজনক।
৪) পুলিশের ক্ষেত্রে এসপি হওয়ার আগে প্রচুর কষ্ট করতে হবে।প্রতি পদে পদে চ্যালেঞ্জ থাকবে।তবে এসপি হবার পর থেকে পুলিশ ক্যাডারকে আমি প্রশাসন থেকে একটু সামনে এগিয়ে রাখতে চাই। এসপি লেভেলের উপর থেকে পরবর্তি পদায়নগুলি অনেকটাই স্বপ্নের মত লাগবে।
তাহলে বন্ধুরা এখন সিদ্ধান্ত নিন পুলিশ না প্রশাসন আগে দিবেন।যেটাই দিন ক্ষতির কিছু নাই।
গ্রুপ-সি:
দেখুন এই গ্রুপে আমি অবলিগ দিয়ে তিনটি ক্যাডারকে তিনবার করে সাজিয়েছি। বিসিএস অডিট ও বিসিএস ইকোনমিক ক্যাডার দুটির বিশেষ গুনগুলি হচ্ছে-
১) এদের পোস্টিং ঢাকায় হয়।
২) প্রমোশন লেভেল ভাল।
৩) ফরেইন ট্যুর প্রচুর হয়ে থাকে।
৪) ৯-৫ অফিস সময়,শুক্রবার শনিবার কাজ নাই।
৫) বাংলাদেশ সচিবালয়ে শুরু থেকেই পোস্টিং হতে পারে।
অন্যদিকে, বিসিএস কর ক্যাডারটি বর্তমান কর বা মুসক এর যুগে বেশ ভাল একটি ক্যাডার বলে আমার মনে হয়েছে।এই ক্যাডারে জবের পাশাপাশি খুব অল্প বয়সেই সমাজের উচ্চ শ্রেণির মানুষগুলোর সাথে পরিচয়ের দারুন সুযোগ ঘটে।জেলা শহরে পোস্টিং হলেও কাজের ধরণ অনুযায়ী জেলাতেও ভালই থাকা যাবে। ঢাকাতেও পোস্টিং এর সুযোগ রয়েছে।
পরামর্শ: আমার মতে গ্রুপ- সি থেকে উল্লিখিত ৩টি থেকে যেকোন ক্যাডার উপরে নিচে করে আপনার নিজের ভাললাগা অনুযায়ী সাজাতে পারেন।
গ্রুপ -ডি:
লক্ষ্য করুণ এখানে আমি টেকনিক্যাল ক্যাডারগুলো থেকে বিসিএস স্বাস্থ্য/সড়ক ও জনপদ/গণপূর্ত ক্যাডারগুলো অবলিগ করে দিয়েছি। অর্থাৎ কেউ যদি এই ডিপার্টমেণ্টের শিক্ষার্থী হয়েও জেনারেল ক্যাডার ও তার নিজের ক্যাডারটা থেকে যেকোন টাই হলে সেটিসফাইড মনে করে তাহলে এই ৭ নং সিরিয়ালেই তার নিজের টেকনিক্যাল চয়েজটা দিবেন।
তবে, কেউ যদি মনে করে সে শুধু প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারই হতে চায় তাহলে সে শুধুই প্রফেশনাল ক্যাডারের একটাই চয়েজ দিবে,এতে কোন সমস্যা নাই।
আবার কেউ যদি মনে করে প্রফেশনাল টা হলে ভাল; আর তা না হলে অন্য যেকোন একটা ক্যাডার হলেও হবে অর্থাৎ চাকুরী একটা লাগবেই, তারক্ষেত্রে আমার উপরিল্লিখিত চয়েজগুলো থেকে সিরিয়ালি সবগুলোই পুরণ করবে।
গ্রুপ-ই:
যদি পেশি শক্তির কথা বলি এই গ্রুপে সবচেয়ে ভাল ক্যাডার হচ্ছে বিসিএস আনসার। যেখানেই পোস্টিং হোক নিজেকে রাজা রাজা মনে হবে।অনেক আনসার সদস্য আপনার কমান্ডিং এ থাকবে, তাদের বেতন বা টিএ/ডিএ আপনার স্বাক্ষরে হবে। এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে কর্মক্ষেত্রে আয়েশিভাব নিয়ে কাটাতে পারবেন। আরো কিছু আয়েশি সুবিধা আছে যা বলতে চাই না; জব হলে নিজেই বুঝবেন। এখন প্রশ্ন হচ্ছে এত ভাল একটা ক্যাডারই যদি হবে তাহলে একে এত নিচে কেন দিলাম?
হুম..এর অনেক কারন আছে-
প্রথমত, এই জবে পুলিশের থেকে বেশি কঠিন ট্রেনিং করতে হয়,
দ্বিতীয়ত, পোস্টিং হবে সামরিক অফিসারের নিয়ন্ত্রনে,এর ফলে মারাত্মক শৃঙ্খলিত জীবন যাপন করতে অভ্যস্ত হতে হবে।
তৃতীয়ত, প্রমোশন লেভেল খুব সুবিধার হয় না।
এগুলো মেনে নিতে পারলে এই ক্যাডার খারাপ না।
এই গ্রুপের অন্যক্যাডার গুলোর মধ্যে খাদ্য তারপর তথ্য এভাবে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি সেভাবেই সাজাবেন।তবে তথ্য জেনারেল ক্যাডারটি বেশ ভাল একটি ক্যাডার। এখান থেকে জেলা তথ্য অফিসার এরপর মাননীয় মন্ত্রীদের পি.আর.ও হওয়া যায়। পি.আর.ও রা সরাসরি মন্ত্রী মহোদয়ের সাথেই কাজ করেন,মন্ত্রীর সফরসঙ্গী হয়ে থাকেন।তবে এই বিজ্ঞপ্তিতে বিসিএস তথ্য জেনারেল ক্যাডারে মাত্র একটি পদ থাকায় আমি এটিকে নিচে দিয়েছি।
শেষ কিছু কথা:
আমি আমার নিজের চিন্তাভাবনা থেকে যতটুকু বুঝি তাই দিয়ে প্রত্যেকের জন্যই একটা কমন ক্যাডার চয়েজ সাজানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস এতে নতুন ক্যাডার প্রত্যাশীরা কিছুটা হলেও উপকৃত হবে। তবে একথাটি মনে রাখতে হবে এই চয়েজক্রম কোন বাইবেল না। কারও কাছে অন্যকিছু ভাল মনে হলে সে যেন সেভাবেই দেয়। কেউ পুলিশ বা আনসার না দিতে চাইলে প্রদত্ত সিরিয়াল থেকে ঐদুটি সরিয়ে দিলেই হবে।এভাবে অন্যকোন পদ ভাল না লাগলে সেটিকে সরিয়ে রেখে আমার দেয়া সিরিয়াল ঠিক রাখতে হবে।
তবে; অনেককেই দেখেছি বিসিএস শিক্ষা ক্যাডার পরিবর্তন করে পরের বিসিএস এ বিসিএস পুলিশ বা প্রশাসন বা জেনারেলের অন্য ক্যাডার নিয়ে চলে যায়। আবার, এমোন মানুষও আমি পেয়েছি যিনি একবছর বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালন করে পরে আবার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে চলে এসেছে।
জীবন দৃষ্টিভঙ্গি মানুষভেদে ভিন্নভিন্ন হতেই পারে।জীবন ক্ষণকালের। ভাল থাকাটাই সবার আগে।
যে জীবন যেভাবে যাকে মানায় তার সে জীবনই হউক,এই দোয়া করি ।
#Courtesy: Aminul Islam



Enjoyed looking at this, very good stuff, thankyou. “Nothing happens to any thing which that thing is not made by nature to bear.” by Marcus Aurelius Antoninus.
For most up-to-date information you have to visit internet and on internet I found this site as a finest web page for most up-to-date updates.
Thanks for your personal marvelous posting! I definitely enjoyed reading it, you
can be a great author.I will make sure to bookmark your blog and will often come back in the foreseeable future.
I want to encourage that you continue your great writing, have a
nice evening!
This piece of writing gives clear idea for the new visitors of blogging,
that genuinely how to do blogging and site-building.
I would like to thank you for the efforts you have put in writing
this blog. I really hope to view the same high-grade content from you
later on as well. In fact, your creative writing abilities has motivated me to get
my own, personal website now 😉
Do you have a spam problem on this blog; I also am a blogger, and
I was wondering your situation; many of us have developed some nice methods and we
are looking to swap methods with others, why not shoot me an email
if interested.
What’s up to all, the contents existing at this site
are really amazing for people knowledge, well, keep up the good work fellows.
http://avtoluxmagazin.in.ua/index.php?option=com_kunena&view=topic&catid=2&id=898&Itemid=521 http://Wholesalejerseysfree.Mee.nu/?entry=2786087 https://worldtravel-sev.kiev.ua/index.php/component/kunena/welcome-mat/6737-papa-john-s-broke-up-with
I have noticed you don’t monetize your website, but you can earn additional bucks every day.
It is very easy even for noobs, if you are interested simply search in gooogle:
pandatsor’s tools