নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে ক্যাম্পাস এর উন্নয়নে কিছু করুন
29-03-2018
১০:৩০ এর ট্রেন… ষোলশহরে আসলো ১১:২০ এর দিকে.. গিয়ে উঠলাম শেষ বগিতে… কিছুক্ষন পর ট্রেন ছাড়ল. অনেক স্থানীয় লোকজন ও উঠল যেহেতু আমরা সবাই মহান সুতরাং বাইরের মানুষ উঠলে আমরা অনেক খুশি হই( কয়েকজন এমন ই চায়)।..অত:পর সেই মহান লোকগুলো কেউ বসে যায় কেউ হয়ত দাড়িয়ে যায়…ট্রেন চলতে থাকে… সুতরাং আপনি সময় অতিবাহিত করার জন্য মোবাইল টা বের করবেন…ট্রেন এর ভেতরেই তো মোবাইল ব্যবহার করছেন ছিনতাই এর ভয় নাই…হঠাৎ বাজপাখির মত কেউ একজন আপনার মোবাইল টা নিয়ে চলতি ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গেল…কি করবেন আপনিও লাফ দিবেন? আজকে একটা মেয়ের সাথেও এমন ই হয়েছে আগেও অনেক হয়েছে..এই দায় কার? শুধুই কি প্রশাসন এর? আমাদের ভিতর ও অনেক অাছে যারা এই বহিরাগত দের সাপোর্ট দিচ্ছে…যান মেয়েটির মোবাইল কিনে দিন…এখন বলবেন মা -বাবার বয়সের কিভাবে নামিয়ে দেই…! আজকাল এই সকল অপকর্মের সাথে আপনার এই মা-বাবাই বেশি দায়ী…এর আগে ডাকাতিও হয়েছে ট্রেন এ…যারা দরজায় বসেন তাদের ব্যাগ ও একদিন টান দিবে… ব্যাগ এর সাথে আপনিও পড়ে যাবেন… তারপর আপনার সাথে কিছু হলে চবি কে গালাগালি করবেন…লাভ কি হবে! হবে না…আমরা শিক্ষিত কিন্তু আমাদের কাজ ও যদি হয় অশিক্ষিত মানুষের মত তাহলে লাভ কি…ক্যাম্পাসে ময়লা যেখানে সেখানে ফেলছেন…চবিও উচিৎ ডাস্টবিন এর ব্যবস্থা করা..নিজের ক্যাম্পাস পরিস্কার রেখে সম্পূর্ণ দেশের কাছে এক উজ্জল দৃস্টান্ত করে তুলুন…হোক না এখান থেকেই শুরু…চবি ছাত্রলীগ আপনারা চাইলেই ক্যাম্পাস এ উন্নয়নে অনেক কিছুই করতে পারেন…কিন্তু আপনারা করবেন না…কি করেন আপনারা দেশের জন্য? শুধু নিজের স্বার্থ রক্ষাই তো করে গেলেন…নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে ক্যাম্পাস এর উন্নয়নে কিছু করুন…কোন টাকা পয়সা আয় করতে পারবেন না….কিন্তু শান্তি পাবেন…একটু শান্তিতে ঘুমাতে পারবেন….ভাল কাজে শান্তি অবশ্যই আছে…
একজন সাধারন মানুষ
সমাজবিজ্ঞান অনুষদ

Leave a Reply